7.3
শিক্ষার্থী বন্ধুরা,
এ পাঠে তোমাদেরকে দলে বা জোড়ায় যে কাজটি করতে বলা হয়েছে তা হলো, গল্পটি আবার পড়ে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে এবং উত্তর খুঁজে বের করতে বলা হয়েছে। আসো আমরা কাজটি শুরু করে দেই।
Question: How was Mina?
Answer: Mina was helpful.
Question: How was the field?
Answer: The field was sloppy.
Question: How was the boy?
Answer: The boy was scared.
Question: How was the the road?
Answer: The road was slippery.
Question: How was the dog?
Answer: The dog was frightening.
শিক্ষার্থীরা,
তোমরা এভাবে নিজে নিজে চেষ্টা করে লিখতে পারো। নিজে চেষ্টা করে লিখতে পারলে সবচেয়ে ভালো। একান্তই নিজে না পারলে আমি যেভাবে লিখে দিয়েছি তাই লিখবে এবং বুঝার চেষ্টা করবে।আজ এখানেই শেষ করছি। মনোযোগ সহকারে পড়বে। আর হ্যাঁ, এই সাইটটি ফলো, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেনা। OK? See you again. Have a good day. Allah Hafej.
আরো পড়তে : Click Here
Thank you.
No comments:
Post a Comment