7.2
শিক্ষার্থী বন্ধুরা ,
এপাঠে তোমাদেরকে দলে বা জোড়ায় আলোচনা করতে বলা হয়েছে।পাঠ্যবইয়ে লক্ষ্য করো একটি ছক রয়েছে। ছকের এক পাশে কিছু শব্দ রয়েছে। আরেক পাশে ফাঁকা রয়েছে। তোমাদেরকে ঐ ফাঁকা অংশে প্রদত্ত শব্দগুলির কিছু বিবরণ লিখতে হবে। আসো আমরা কাজটি শুরু করে দেই।
শিক্ষার্থীরা, তোমরা এভাবে নিজে নিজে চেষ্টা করে লিখতে পারো। তোমরা নিজে চেষ্টা করে লিখতে পারলে সবচেয়ে ভালো। একান্তই নিজে না পারলে আমারটাই লিখে নাও এবং বুঝার চেষ্টা করো।
আজ এখানেই শেষ করছি। মনযোগ সহকারে পড়বে। আর হ্যাঁ, এই সাইটটি ফলো এবং শেয়ার করতে ভুলবেনা। OK? See you again. Have a good day. Allah Hafez.
আরো পড়তে Click here
Thank you.
No comments:
Post a Comment