7.6
শিক্ষার্থী বন্ধুরা,
এ পাঠে ৫টি Situation বা পরিস্থিতি রয়েছে। যেগুলিতে মিনার ব্যাপারে বলা হয়েছে।Situation গুলি পড়ার পর Adjective ব্যবহার করে মিনাকে বর্ণনা করতে বলা হয়েছে। আসো প্রথমে পরিস্থিতিগুলির বঙ্গানুবাদ জেনে নেই।
Situation-1
- Asking for a pen (একটি কলম চাওয়া)
Sabuj: Hey, Mina. Can I have your pen, please?
আমি কি তোমার কলমটি পেতে পারি, দয়া করে?
Mina: Yes, sure. Here it is. Please take it.
হ্যাঁ অবশ্যই। এই যে এটা। দয়া করে নাও।
Sabuj: Oh, Mina. Thank you so much. You just saved me.
ওহ, মিনা। তোমাকে অনেক ধন্যবাদ।
Mina: Mention not, sabuj. It's my pleasure.
তা বলো না সবুজ। এটা আমার আনন্দের বিষয়।
Describe Mina with some adjectives in this situation:
In this situation, Mina is kind, gentle, generous and helpful.
Situation-2
- Helping Grandmother (দাদীকে সাহায্য করা)
Mina: Grandmother, you look cold. Can I help you?
দাদী/ নানী, তোমাকে শীত শীত লাগছে। তোমাকে কি সাহায্য করব?
Grandmother: Yes dear. Can you bring me the blanket, please?
হ্যাঁ প্রিয়। তুমি কি দয়া করে কম্বলটি আনতে পার?
Mina: of course. Here is the blanket.
অবশ্যই। এই নাও কম্বল।
Grandmother: Thank you, dear.
ধন্যবাদ প্রিয়।
Mina: Ask me if you need anything else.
তোমার আরো কিছু লাগলে আমাকে বলিও।
Grandmother: OK, my dear.
ঠিক আছে, প্রিয়।
Describe Mina with some adjectives in this situation:
Mina is kind and helpful.
Situation-3
- Helping a beggar (ভিক্ষুককে সাহায্য করা)
A street beggar: Hello girl, would you please help me?
ওহে বালিকা, দয়া করে আমাকে কিছু সাহায্য করবে?
Mina: Hello uncle. How can I help you?
ওহে চাচা। কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি?
A street beggar: I'm starving for two days. Can you give me some food?
আমি ২ দিন ধনে উপোষ রয়েছি। তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে?
Mina: Yes. Take this apple.
হ্যাঁ। এই আপেলটি নিন।
A street beggar: So kind of you, my dear.
তুমি অনেক দয়াল, প্রিয়।
Mina: It's my pleasure.
এটা আমার আনন্দের বিষয়।
Describe Mina with some adjectives in this situation:
Mina is very kind and liberal.
Situation-4
- Doing homework regularly (নিয়মিত বাড়ীর কাজ করা)
Father: Hey, Mina. What are you doing?
ওহে মিনা। তুমি কি করছ?
Mina: Hello Dad. I'm doing my homework.
ওহে বাবা। আমি বাড়ির কাজ করছি।
Father: You always do your homework regularly. That's so good.
তুমি নিয়মিত বাড়ির কাজ কর। এটা খুব ভালো।
Mina: Thanks you, Dad.
তোমাকে ধন্যবাদ, বাবা।
Describe Mina with some adjectives in this situation:
Mina is very attentive and punctual to her study.
Situation-5
- Feeding a Street Dog (নিয়মিত বাড়ীর কাজ করা)
Plabon: Hey, Mina. What are you doing?
ওহে মিনা। তুমি কি করছ?
Mina: Hi, Plabon. I'm feeding this dog.
ওহে প্লাবন। আমি এই কুকুরটিকে খাওয়াচ্ছি।
Plabon: Aren't you scared of dogs? They can bite you.
তুমি কি কুকুরকে ভয় পাওনা? ওরা তো তোমাকে কামড় দিতে পারে।
Mina: No, I think they are not harmful.
না, আমি মনে করি ওরা ক্ষতিকর নয়।
Plabon: I see. But I'm so afraid of dogs.
আমি বুঝেছি। কিন্তু আমি কুকুরকে ভীষণ ভয় পাই।
Describe Mina with some adjectives in this situation:
Mina is a fearless and also a careful girl.
শিক্ষার্থীরা,
তোমরা তোমাদের বোর্ড বইয়ের এই পাঠটি কমপক্ষে ৩ বার নিজে নিজে পড়বে এবং অর্থ নির্ণয়ের চেষ্টা করবে। অর্থ যদি খাতায় লিখে নাও তাহলে আরো ভালো। পরিশেষে আমার দেয়া অর্থের সাথে মিল করে দেখবে। যদি মিলে যায় তাহলে রাইট চিহ্ন দিবে। আর যদি না মিলে তাহলে ভুলটি এক টানে কেটে সঠিকটি লিখে নিবে। এভাবে চেষ্টা করলে দেখবে, একদিন তুমি অনেক ভালো ইংরেজি শিখে যাবে।
আজ এখানেই শেষ করছি। মনোযোগ সহকারে পড়বে। আর হ্যাঁ, এই সাইটটি ফলো, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেনা। OK? See you again. Have a good day. Allah Hafej.
আরো পড়তে : Click Here
Thank you.
No comments:
Post a Comment